রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড়ে আজও ৯ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফেরিসংকট, ঘাট স্বল্পতা ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) সকালে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই লাইনজুড়ে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

অন্যদিকে, ঘাট এলাকায় যানজট এড়াতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৫ কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

জানা গেছে, অপেক্ষায় থাকা যানবাহনগুলোর মধ্যে ট্রাকের সংখ্যায় বেশি রয়েছে। এসব ট্রাক এক থেকে দুই দিন ধরে ফেরির জন্য মহাসড়কে খোলা আকাশের নিচে রয়েছে। মহাসড়কে সিরিয়ালে আটকে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও সহকারীদের।

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকের চালক খোকন বলেন, ‘আমি ২২ ঘণ্টা হয়ে গেল খোলা আকাশের নিচে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে? আমাদের দুঃখ-দুর্দশা বোঝার মতোন কেউ নেই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। দূরপাল্লার বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

মীর সামসুজ্জামান/এমএসআর