বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানা গুনলেন ৯৮৭ যাত্রী
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৯৮৭ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ২ লাখ ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে থেকে শনিবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটের কয়েকটি স্টেশনে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ঈশ্বরদী, রাজবাড়ী, সান্তাহার ও রাজশাহী স্টেশনে চেকিং ব্লক করে বিভিন্ন ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৯৮৭ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৩১ হাজার টাকা ও ৭৪ হাজার ৩৮০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলামসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
রাকিব হাসনাত/আরএআর