জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন কিশোরগঞ্জের রিমা
রিমা আক্তার
আত্মকর্মী ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার-২০২১ এ ভূষিত হয়েছেন কিশোরগঞ্জের রিমা আক্তার। তিনি কিশোরগঞ্জের রিমি ফ্যাশন ও প্রশিক্ষণ কেন্দ্রের স্বত্বাধিকারী। কিশোরগঞ্জে নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ২০২১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মী নির্বাচিত হন তিনি। রিমা আক্তার কটিয়াদী উপজেলার বাসিন্দা।
রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় যুব পুরস্কারের জন্য আত্মকর্মী (সারাদেশ) ক্যাটাগরিতে কিশোরগঞ্জের রিমা আক্তার (প্রকল্পের নাম রিমি ফ্যাশন ও প্রশিক্ষণ কেন্দ্র) প্রথম হিসেবে তার নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোমবার (১ নভেম্বর) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জানা গেছে, রিমা আক্তারও নারী উদ্যোক্তা। তিনি পড়াশোনার পাশাপাশি ২০১৬ সালের প্রথম দিকে একটি প্রশিক্ষণের ভাতা হিসেবে পাওয়া ৭০০ টাকা দিয়ে শুরু করেছিলেন কুশিকাটার কাজ। তারপর থেকে গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছেন প্রায় ৫০০ নারীকে।
বিজ্ঞাপন
৪ বছরে কাজের পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে দেশে এবং বিদেশে নারী উদ্যোক্তা হিসেবে মোট ৩৪টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে শুধু গ্রামীণ নারীরাই নয়, শহরের অনেক শিক্ষিত নারীরাও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। তাদের আগ্রহে চালু করেছেন একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র ‘রিমি ফ্যাশন’।
এছাড়া রিমা আক্তার ২০১৯ সালে উপজেলা এবং জেলা পর্যায়ে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ‘জয়িতা’ পুরস্কার অর্জন করেন।
রিমা আক্তার বলেন, আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।
এসকে রাসেল/এমএসআর