৩৫ বছর বয়সী মোবারক হোসেন। সড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়ে এখন ক্রেচ তার সঙ্গী। ইভিএমে ভোট হবে শুনে ক্রেচে ভর দিয়েই ভোটকেন্দ্রে এসেছেন। ভোট দিয়ে জানালেন, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি তিনি। 

মোবারক হোসেনের বাড়ি পাকুন্দিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামে। ভোট দিতে এসেছেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা কেন্দ্রে। 

মোবারক হোসেন বলেন, মানুষের মুখে শুনেছি মেশিনে ভোট দিতে হবে। তাই আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছি। বাড়ি থেকে ভোটকেন্দ্র অনেকটা দূরে। তাই কিছুটা পথ অটোরিকশায় ও কিছুটা পথ ক্রেচে ভর দিয়ে এসেছি। কেন্দ্র গিয়ে সহজেই ভোট দিতে পেরে খুশি লাগছে। কারণ বোতাম টিপলেই ভোট হয়ে যাচ্ছে

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। পাকুন্দিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭৫টি বুথে ২৩ হাজার ১৪৪ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ ও নারী ভোটার ১১ হাজার ৮১২ জন।

সোমবার (০১ নভেম্বর) রাতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোতায়েন হোসেন স্বপন (জগ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এখন চারজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আতাহার আলী (হাত পাখা)। সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন ম্যাজিস্ট্রেট পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা ছাড়াও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এসপি