নরসিংদীর মাধবদীর শেকেরচর কাপড়ের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোরশেদুল বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বাবুরহাটে কাপড়ের দোকানে আগুন লাগার খবর পাই আমরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করি। এখনো কাজ চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি । 

এদিকে বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আগুন নেভাতে মোট ছয়টি ইউনিট কাজ করেছে। 

রাকিবুল ইসলাম/আরএআর