রংপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী নাট্যোৎসব। প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে রংপুর নাট্যকেন্দ্র এ উৎসবের আয়োজন করেছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রংপুর টাউন হল চত্ত্বরে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তফা বলেন, রংপুর নাট্যচর্চা এগিয়ে যাচ্ছে। নাট্যকেন্দ্র দেশ ও দেশের বাইরে বহুবার বিভিন্ন উৎসবে অংশ নিয়ে রংপুর তথা বাংলাদেশের সুনাম বয়ে এনেছে। আমাদেরকে এ অঞ্চলের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের কাছ থেকে পৃষ্টপোষকতা বাড়ানো দরকার। নাটকের মাধ্যমে সমাজের যেমন অসঙ্গতির প্রতিচ্ছবি ফুটে উঠে, তেমনি সচেতনতার বার্তাও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।  

রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু প্রমুখ।

রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ বলেন, সমাজ অবক্ষয়ের দ্বারপ্রান্তে। এখন মানবিক মূল্যবোধ জাগ্রত করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকেই রংপুর নাট্যকেন্দ্র প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই নাট্যোৎসবের আয়োজন করেছে।

উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংগঠনের কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার উৎসবের দ্বিতীয় দিনে (৩ নভেম্বর) টাউন হল মঞ্চে সুমিত মোহন্তের রচনা ও নির্দেশনায় মাইডাসের স্বপ্ন স্বর্ণ নাটক মঞ্চায়ন করবে রংপুর নাট্যকেন্দ্র।

তৃতীয় দিনে একই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সুমিত মোহন্তের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক শাস্তি। উৎসবের সমাপনী দিনে (৫ নভেম্বর) রয়েছে সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় নাটক নীল লতিতার গীত। রংপুর নাট্যকেন্দ্রের প্রযোজনা ও পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টাউন হল মঞ্চে এসব নাটক মঞ্চায়ন করা হবে।

করোনা পরিস্থিতির কারণে এ বছর উৎসবে বাইরের কোনো নাট্যদল অংশ নিচ্ছে না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে উৎসব আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান।

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস