ভোট পেতে ‘ডাক্তার’ পদবি লিখে প্রার্থীর প্রচারণা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ডাক্তার না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে প্রচারণা করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিষয়টি ‘নিছক ভুল’ বলে দাবি করেছেন অভিযুক্ত প্রার্থী।
ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
বিজ্ঞাপন
ওই ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী চন্দ্র মন্ডল ও মো. শাজাহান খান জানিয়েছেন, তাদের প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী উত্তম ঘরামী ডাক্তার নন। অথচ জনগণের ওপর প্রভাব বিস্তার করতে এবং দৃষ্টি আকর্ষণ করতে তার পোস্টার ও লিফলেটে ডাক্তার পদমর্যাদা ব্যবহার করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তারা আরও বলেন, তিনি মূলত মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। আমরা আলাদাভাবে উপজেলা নির্বাচন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা পরিচয় বহনকারী উত্তম ঘরামীর প্রার্থিতা বাতিল চেয়ে মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে আবেদন করেছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সদস্য প্রার্থী উত্তম ঘরামী বলেন, আমি নিজে একজন গ্রাম্য ডাক্তার। লিফলেট ও পোস্টার ছাপাতে প্রেসে অন্য লোক পাঠিয়েছিলাম। ভুলে তারা গ্রাম্য ডাক্তারের স্থলে ডাক্তার শব্দটি যুক্ত করে দিয়েছেন। পোস্টার ও লিফলেট দেখে আমিই সেগুলো প্রচারণায় কোথাও লাগাইনি। নতুন করে গ্রাম্য ডাক্তার সংযোজন করে লিফলেট ও পোস্টার ছাপাতে দেওয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণরূপে ভুলবশত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডাক্তার পদবি ব্যবহার করে এক প্রার্থী প্রাচার-প্রচারণা চালিয়েছেন, এমন অভিযোগ দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী করেছেন। আমরা তাদের অভিযোগ গ্রহণ করে রেখেছি। তদন্তে সত্য প্রমাণিত হলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এনএ