ফাইল ছবি

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। বুধবার (৩ নভেম্বর) দুুপুরে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।

ওসি মো. তাজুল ইসলাম বলেন, সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানাতে পারব।

ধারণা করা হচ্ছে- গতকাল রাতে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা দৌড় দেন। এ সময় বিএসএফ গুলি চালায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কানাইঘাটের ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়াজ উদ্দিন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। উপজেলায় একটি মিটিং ছিলো। সেখানে বিজিবির কোম্পানি কমান্ডারও উপস্থিত ছিলেন। বিষয়টি ওই মিটিংয়ে উপস্থাপন করেছি। নিহতদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে। বর্তমানে বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, ঘটনাটি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিএসএফের গুলিতে তারা মারা গেছেন কিনা তা এখনি বলা যাচ্ছে না।  সীমান্ত আইন মেনে বিজিবি নিহতদের মরদেহ উদ্ধার করবে। 

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন্ত ব্যানার্জী বলেন, আমরা বিষয়টি জেনেছি। এই বিষয়ে বিজিবির সিওসহ সবার সঙ্গে যোগাযোগ করেছি। তারা কীভাবে মারা গেছেন সেই বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি তাদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তুহিন আহমদ/আরএআর