আমার বক্তব্য এডিট করে প্রচার করা হয়েছে : আবুল হাসেম
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদারের দেওয়া বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি তিনি করেছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বলেন, ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি কোনো প্রার্থীর পক্ষে বক্তব্য দেইনি। কারা যেন আমার বক্তব্য এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। একটি পক্ষ আমার নামে অপ্রচার চালাচ্ছে। আমরা বক্তব্যে আমি বলেছি তালিকা দেন। যারা নৌকার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাদের। নির্বাচনের এজেন্টের তালিকা দেন। নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে আমরা সেদিন জনসভা করেছিলাম। আমি আমাদের সিদ্ধান্তের কথা বলেছি। আমরা যা সিদ্ধান্ত দিব তা যেন মানা হয়। আমরা তালিকা চেয়েছি যারা নৌকার বিপক্ষে কাজ করছে, স্বতন্ত্রের পক্ষে কাজ করছে তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই জন্য। কিন্তু এটিকে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। আমি এই ধরনের কোনো কথা বলিনি। অনেক জায়গায় এডিট করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাঙ্গাগীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন প্রমুখ।
এর আগে গত সোমবার (১ নভেম্বর) রাতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। সেখানে তিনি বলেন, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট চাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে যে ভোট চাইবেন, তাকে অবরুদ্ধ করা হবে।
বিজ্ঞাপন
পরদিন মঙ্গলবার (২ নভেম্বর) তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও আছেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর