ইন্দুরকানীতে প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
কবির তালুকদার স্বপন
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবির তালুকদার স্বপন (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আসাদুল কবির তালুকদার স্বপন জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আইনে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। ইউপি সদস্য পদের নির্বাচন হবে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। তবে ইউপি সদস্য পদে নির্বাচন চলবে।
আবীর হাসান/আরএআর