দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত বাসের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে আহত ভ্যানচালক ও এক নারী যাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাবেয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর এলাকার ইব্রাহিম আলীর ছেলে ভ্যানচালক জামান (৩৮) ও সৈয়দপুরের কিসমত কবিখোলা এলাকার বাসিন্দা সাহিদা বেগম (৩৫)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে নারী যাত্রীর মৃত্যু হয়। এরপর বিকেল ৩টার দিকে ভ্যানচালকও মারা যান।

মাহমুদ আল হাসান রাফিন/আরএআর