মমেক হাসপাতালে এক সপ্তাহে ১১ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসের এক সপ্তাহে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
বিজ্ঞাপন
মৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আয়াতুন্নেসা (৫৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মোছা. রেজিয়া (৬০)।
ডা. মুন জানান, করোনা ইউনিটে নতুন ছয়জন ভর্তিসহ ৪৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন তিনজন। এছাড়াও সুস্থ হয়ে ১০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
বিজ্ঞাপন
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। শনাক্তের হার শূন্য।
উবায়দুল হক/এসপি