মুন্সিগঞ্জে ব্যাংক এশিয়ার এজেন্টকে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার তস্তিপুর সেতুর সামনে বারেক শেখ (৩৫) নামে ব্যাংক এশিয়ার এক এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বারেক শেখ উপজেলার বানারী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি রংমেহার গ্রামে ভাড়া বাসায় থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় কাজ সেরে অটোরিকশায় উপজেলার রংমেহার গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তস্তিপুর সেতু এলাকায় পৌঁছালে তিন যুবক মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়। কয়েকদিন আগে একই স্থানে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব আলী ঢাকা পোস্টকে বলেন, নিহত বারেক শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব.ম শামীম/আরএআর