আব্দুল মতিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (৭ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। 

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. হোসেন মিয়াও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। সেজন্য নির্বাচন করতে পারছি না।

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবু তৌহিদ জানান, মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। আগামী ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। দুই প্রার্থী আব্দুল মতিন ও হোসেন মিয়া রোববার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে বাকি থাকা এক স্বতন্ত্র প্রার্থী মো. জালাল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর