পশুর নদী থেকে ৪০ লাখ টাকার এসএস পাইপসহ আটক ১
বাগেরহাটের মোংলা পশুর নদী থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের এসএসপাইপ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। রোববার (৭ নভেম্বর) দুপুরে দুটি কাঠের নৌকাসহ এই পাইপ জব্দ করা হয়। এ সময় একজন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
তবে এই পাইপ কী কাজে, কারা ব্যবহার করত বা পাইপের মালিক কোন প্রতিষ্ঠান সে বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ছাড়া কৌশলগত কারণে আটক ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করেনি কোস্টগার্ড।
বিজ্ঞাপন
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে দুটি কাঠের নৌকাসহ ২৩টি এসএস পাইপ জব্দ করা হয়েছে। প্রতিটি পাইপের দৈর্ঘ্য ২০ ফুট। ৩৫০ কেজি ওজনের ওই পাইপের আনুমানিক মূল্য হবে ৪০ লাখ ২৫ হাজার টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে জব্দ পাইপ ও আটক চোরাকারবারিকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/আরআই