হাতির পিঠে চড়ে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থী
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিদুল ইসলাম (চশমা প্রতীক) হাতির পিঠে চড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সারপুকুর ইউনিয়নের শালমারা থেকে কালিবাড়ি গ্রামে হাতির পিঠে চড়ে লোকজন নিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি।
জানা গেছে, আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানসহ তিনটি পদে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। সোমবার (৮ নভেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিন। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা।
বিজ্ঞাপন
এদিকে ভোটারদের আকৃষ্ট করতে হাতি নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সারপুকুর ইউনিয়নের চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মজিদুল ইসলাম। তার লোকজন হেঁটে মিছিল করলেও প্রার্থী উঠেছেন হাতির পিঠে। তিনি হাতির পিঠে থেকে হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন ও ভোট চাইছেন। তবে হাতি দেখে গ্রামের শিশুরা খুশি হলেও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সারপুকুর ইউনিয়নের ভোটার মাসুম মিয়া বলেন, হাতির পিঠে চড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শুধু আচরণবিধি লংঘনই নয়, রীতিমত অমানবিকও বটে। নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত।
বিজ্ঞাপন
এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যান প্রার্থী মজিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সারপুকুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন মন্ডল জানান, হাতির পিঠে চড়ে প্রচারণায় অংশ নেওয়া নির্বাচনী আচরণবিধি লংঘনের শামিল। এরপরও দুপুর ২টার আগে নির্বাচনী প্রচারণায় নামা ঠিক হয়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিয়াজ আহমেদ সিপন/আরএআর