মাত্র ৪৪ দিন বয়সের ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ। কী শুনে অবাক হচ্ছেন? এমনই ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।

ওই গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী ফরিদা বেওয়ার ছাগলের বাচ্চার বয়স ৪৪ দিন। সে নিজেও তার মায়ের দুধ খায়। আবার সেও দুধ দিচ্ছে। কৌতূহলী মানুষ দলে-দলে ছাগল মালিকের বাড়িতে ভিড় করছেন। 

জানা যায়, ফরিদা বেওয়া দীর্ঘ দিন ধরে ছাগল পালন করছেন। কিছু দিন আগে একটি ছাগল বাচ্চা প্রসব করে। বাচ্চাটি হওয়ার অল্প দিনেই হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। ৩৫ দিন বয়স থেকে দুধ বের হতে থাকে।
 
স্থানীয় মনোয়ারা বেগম বলেন, কয়েক দিন থেকে শুনছি। আজ নিজের চোখে দেখতে এসেছি। ঘটনা সত্য। 

ছাগলের মালিক ফরিদা বেওয়া বলেন, হঠাৎ করে ছাগলের বাচ্চার দুধ বের হতে থাকে। প্রতিদিন ছাগলের বাচ্চাকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। দিনে প্রায় ৫০০ গ্রামের মত দুধ বের হচ্ছে।
 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে।

তাপস কুমার/এসপি