ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন ধোবাউড়া উপজেলার তাসলিমা খাতুন (৪৮), মুক্তাগাছার জমিলা খাতুন (৭০) ও টাঙ্গাইলের বাগাড়ার জিতেন্দ্র (১০০)। এ নিয়ে চলতি নভেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ ৩৮ রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ৩ জন। এছাড়াও সুস্থ হয়ে ৫ জন বাড়ি ফিরেছেন। এদিকে জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৮৩ নমুনা পরীক্ষায় কারোর দেহে করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য।

উবায়দুল হক/এমএসআর