মাগুরায় শেখ রাসেল স্মরণে নৌকা বাইচ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। এ উপলক্ষে গড়াই দুই পাড়ে হাজারো জনতা ভিড় করে, বসে গ্রামীণ মেলা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টিকারবিলা ঘাট এলাকা থেকে বাইচ শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার দূরে ঘষিয়াল খেয়া ঘাটে এসে নৌকা বাইচ শেষ হয়।
শ্রীপুর উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ননের চর-চৌগাছিই ও ঘষিয়াল গ্রামবাসী নৌকা বাইচের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সোলাইমান মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উজ জান্নাহ, শ্রীপুর থানার ওসি সুকদেব রায়, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশিদ মুহিত প্রমুখ।
বিজ্ঞাপন
নৌকা বাইচ উপলক্ষে গড়াই নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ মেতে উঠেছিল আনন্দ-উৎসবে। আশপাশের জেলা থেকে বেশ কয়েকটি নৌকা এই বাইচে অংশ নেয়। চড়ন্দারের ঘণ্টার তালে তালে আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দে বাইচের নৌকাগুলো ছুটে চলছিল একে অন্যকে অতিক্রমের প্রতিযোগিতায়। বাইচারদের নানা রঙের বাহারি পোশাক দৃষ্টি কাড়ে দর্শকদের। হাজারো দর্শকের মুহুর্মুহু করতালি আরও উৎসাহিত ও আন্দোলিত করে বাইচারদের দ্রুত গতিতে নৌকা চালাতে। পার্শ্ববর্তী রাজবাড়ি, ফরিদপুর ও ঝিনাইদহ জেলা থেকে আসা সব বয়সী মানুষ একত্রে উপভোগ করেন এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
নৌকা বাইচ প্রতিযোগিতায় পাংশা থেকে আগত লালন শাহ নৌকা প্রথম স্থান অধিকার করে জিতে নেয় ৮০ সিসি একটি ডায়ান মোটরসাইকেল, রাজবাড়ি থেকে আসা সেই লালন দ্বিতীয় স্থান অর্জন করে জিতে নেয় একটি ফ্রিজ। আর তৃতীয় স্থান অর্জনকারী কুষাটয়ার গণেশপুর থেকে আসা সোনার বাংলা নৌকার দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি এলইডি টেলিভিশন।
বিজ্ঞাপন
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর।
নৌকা বাইচের প্রধান উদ্যোক্তা এবং আয়োজক কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাস বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট শিশু রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার স্মরণে আমরা এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি।
জানতে চাইলে মাগুরা- ১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর ঢাকা পোস্টকে বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত। এটি গ্রামীণ বাংলার আদি ঐতিহ্য।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করায় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
ওএফ