নৌকায় ভোট চেয়ে টাকা দিচ্ছেন আ.লীগ নেতা
সাতক্ষীরার বল্লী ইউনিয়নে ভোটের দিন টাকা বিলিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। নৌকার প্রার্থী বজলুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বল্লী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ভোট কিনতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদকে। টাকা দেওয়ার সময় তাকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা যায়।
আখড়াখোলা বল্লী বাজারে রহমান ট্রেডার্সের মালিক নৌকার প্রার্থী বজলুর রহমান। তিনি বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞাপন
অভিযোগ উঠেছে, বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশেই প্রার্থীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে সাধারণ ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কিনছেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ। সরেজমিন ঘটনাস্থলে গেলেও অভিযোগের সত্যতা মেলে। ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিলি করতে দেখা যায় তাকে।
অভিযোগের বিষয়ে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান বলেন, কে বলেছে আমি টাকা দিচ্ছি। জীবনে কোনোদিন আমি টাকা দিয়ে ভোট করিনি। কে কাকে টাকা দিয়েছে আমি জানি না। আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম না। এসব অভিযোগ মিথ্যা।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমএসআর/আরএআর