ভোট কিনতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বিজয়কে ৬০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বিজয়কে ৬০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তিনি কেন্দ্রে আসা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এবং কেন্দ্রের আশপাশে টাকা নিয়ে ভোটারদের ম্যানেজ করছিলেন। 

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বিজয় পুলিশের হেফাজতে রয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসিব আল আমিন/আরএআর