‘গত ২০ বছরে ইরাম ভোট দেকিনি’
‘মাঠে আমন ধান কাটছিলাম। ধান কাটা ফেলে ভোট দিতে এসেছি। এসে দেখি কেন্দ্রে বিশাল লাইন। গত ২০ বছরে ইরাম ভোট দেকিনি। লাইন ঠেলে আমার পছন্দের মার্কায় ভোট দিতি পারিছি।’
কথাগুলো বলছিলেন যশোরের ঝিকরগাছা উপজেলার নিবার্সখোলা ইউনিয়নের আশিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নুর ইসলাম (৭৫)। শুধু নুর ইসলাম নয়, তার মতো অনেকেই দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।
বিজ্ঞাপন
একই কেন্দ্রের ভোটার রোকেয়া বেগম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। অনেক বছর পর ভোট দিলাম। খুব ভালো ভোট হচ্ছে। কোনো সমস্যা নেই।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, পুলিশ পাহারায় ভোরে ব্যালট পেপার এসেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬টায় ভোটার লাইন শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত ৬০০ ভোট পড়েছে। কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৩৬ জন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে যশোরের ঝিকরগাছা-চৌগাছার ২২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করা হয়। দুই উপজেলায় ২২৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ৮৫টি বুথে ভোটগ্রহণ করা হয়। এই দুই উপজেলায় ভোটার সাড়ে তিন লক্ষাধিক। ২২টি ইউনিয়নে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র মিলে ৮৬ জন চেয়ারম্যান প্রার্থী আছেন। পাশাপাশি ভোট করছেন ৭৯৬ জন সাধারণ এবং ২৩০ জন সংরক্ষিত সদস্য প্রার্থী।
জাহিদ হাসান/আরএআর