সিলেটে কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সিসিকের ঠিকাদার আনিসা এন্টারপ্রাইজের মালিক কামাল আহমদ এ মামলা করেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, সিলেট নগরীর দক্ষিণ শাহী ইদগাহ কাজী জালাল উদ্দিন থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত ব্রিক ড্রেন ও আরসিসি স্লাব বসানোর অসমাপ্ত কাজের ঠিকাদারি পায় আনিসা এন্টারপ্রাইজ। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহি আয়রণ স্টোরের কাছ থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে ও সিসিকের অনুমোদনেই তিনি এ কাজের ঠিকাদারির দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
কাজ শুরুর পর ২ নভেম্বর কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল কয়েকজন লোক নিয়ে গিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন। পরবর্তীতে ১০ নভেম্বর ফের ১০-১৫ জন লোক নিয়ে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা না দেওয়ায় কামালের ওপর হামলা করা হয় বলে এজাহারে অভিযোগ করেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মামলা দায়েরের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ করার কথা বলে ঠিকাদার রাস্তার ইট খুলে নিয়ে যাচ্ছিলেন। আমি এলাকার লোকজনকে নিয়ে তার এ কাজ প্রতিহত করায় তিনি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করে বলেন, এই কাজের বৈধ ঠিকাদারি প্রতিষ্ঠান মাহি আয়রণ স্টোর, আনিসা এন্টারপ্রাইজ নয়।
এসপি