ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিশ ব্যবসার দ্বন্দ্বের জেরে জাহিদ হাসান (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাহির খারুয়াবাজারে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।

ওসি ফারুক আহমেদ জানান, ডিশ ব্যবসা নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহিদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল কায়সার নামে স্থানীয় এক ব্যক্তির। শুক্রবার রাতে মাহির খারুয়াবাজারে এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত কায়সার এলোপাতাড়ি জাহিদকে কুপিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই আহত জাহিদের স্ত্রী বাদী হয়ে কায়সার ও বুলবুল নামে দুইজনকে আসামি করে মামলা করেন।

উবায়দুল হক/এমএসআর