বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে বাসচাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার। তিনি জানান, লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর হবে। 

জানা গেছে, রাস্তা পাড় হয়ে এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় বরিশালের দিক থেকে আসা ঢাকাগামী চেয়ারম্যান ট্রাভেলস পরিবহন নামক একটি বেপরোয়া গতির বাস ওই বৃদ্ধকে চাপা দিয়ে মুহূর্তেই পালিয়ে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
 
এর প্রতিবাদে এলাকাবাসী সাড়ে ৮টা পর্যন্ত সড়কে গাছ, কাঠের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক অবরোধ করেন। স্থানীয়রা মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবি জানান।

স্থানীয় মনির হোসেন বলেন, গতিরোধক না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমাদের দাবি ব্রিজের দুই পাশে গতিরোধক স্থাপন করে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

 সৈয়দ মেহেদী হাসান/ওএফ