নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, স্কুলে যাওয়া-আসার পথে যদি বখাটেরা ইভটিজিং করে তাহলে সে ইভটিজারদের জুতা পেটা করতে হবে। সাহস করে একবার জুতাপেটা করলে আর কখনো ইভটিজিং করবে না। জুতাপেটার পর আমাকে এবং থানার ওসিকে জানিয়ে রাখবেন। 

রোববার (১৪ নভেম্বর) সকালে চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ে সেসিপ প্রকল্পের আওতায় নির্মিত নতুন ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

এমপি আফসোস করে বলেন, একটা ক্যাডারের বাবাকে তার নাম পরিচয় জিজ্ঞেস করলে সে তার পরিচয় দেয় আমি তমুক ক্যাডারের বাবা। এর চেয়ে আমাদের বড় দুর্ভাগ্য আর কী হতে পারে। আমরা যদি আমাদের সন্তানদের শাসন করতে না পারি তাহলে ওরা দিন দিন গোল্লায় যাবে। ওদের আদর ও শাসন দুইটাই করতে হবে। 

এইচ এম ইব্রাহিম এমপি আরও বলেন, বর্তমান সময়ে কিছু কিছু বখাটে আজগুবি স্টাইলে চুল কাটে। এতে তাকে কতটা বিশ্রী দেখায় সে যদি উপলব্ধি করতো তাহলে এভাবে চুল কাটত না। আশাকরি এই স্কুলের কোনো শিক্ষার্থী ওমন আজগুবি স্টাইলে চুল কাটবে না।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সফিকুর রহমানের সভাপতিত্বে পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী জনপ্রতিনিধিসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরআই