৫২৯ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জামানত হারিয়েছেন। তিনি পেয়েছেন মাত্র ৫২৯ ভোট।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নোয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল। তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন।
বিজ্ঞাপন
নোয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা কামাল পেয়েছেন ৪ হাজার ২০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মাসুদউজ্জামান পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম পেয়েছেন মাত্র ৫২৯ ভোট।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। তারা প্রকাশ্যে বিরোধিতা করতে না পারলেও টাকার বিনিময়ে মনোনয়ন নিয়েছেন। সে কারণে স্থানীয় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা তার পক্ষে কাজ করেনি। যারা দলের জন্য কাজ করেছেন, তাদেরই ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এসপি