দুই বাসের প্রতিযোগিতায় অটোভ্যানের ২ যাত্রী নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের প্রতিযোগিতায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার রক্তিপাড়ার নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং একই উপজেলার গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)। এ সময় ভ্যানচালক আব্দুল মালেক (৩০) এবং যাত্রী রুবেল মিয়া (৩৫) আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহতদের স্বজনরা জানান, মধুপুরে ইব্রাহীম নামে এক আত্মীয়ের দোকান থেকে ২৭ লাখ ১০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় টাকাগুলো উদ্ধারের জন্য অটোভ্যানযোগে কবিরাজের বাড়িতে গিয়েছিলেন তিনজন। পরে সেখান থেকে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণহীন গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিল। বাস দুটি পাকুটিয়া বাজার সংলগ্ন বটতলীতে পৌঁছালে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের যাত্রীরা রাস্তার পাশে পড়ে যান। পরে একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুইজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিজিৎ ঘোষ/আরএআর