বর্ষীয়ান আ.লীগ নেতা আফজল খানের জানাজায় মানুষের ঢল
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ১৪ দলের কুমিল্লা জেলার সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান ।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে জানাজার নামাজে মানুষের ঢল নামে। বিদায়লগ্নে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ বর্ষীয়ান এই রাজনীতিবিদের জানাজায় অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দলের দুর্দিনে বর্ষীয়ান এ রাজনীতিবিদের অবদানের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, জাতির জনকের আদর্শ বাস্তবায়নে তিনি অনেক লড়াই সংগ্রাম করেছেন।
বিজ্ঞাপন
বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আফজল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান।
প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জানাজা শেষে মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শেষ বারের মতো শ্রদ্ধা জানান।
এর আগে বেলা ১১টায় কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
টাউন হল মাঠে জানাজা শেষে নিজ এলাকায় তৃতীয় জানাজার পর বিকেলে নগরীর ঠাকুরপাড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই বর্ষীয়ান নেতাকে।
অমিত মজুমদার/আরআই