নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে হবে : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, বই জ্ঞানের গভীরতা বাড়ায়। একজন প্রকৃত জ্ঞানী মানুষই সমাজকে আলোকিত করতে পারে। আমরা প্রত্যেকেই আলোকিত সমাজ চাই। সমৃদ্ধ ও আলোকিত সমাজ গড়তে বইয়ের দিকে নজর দিতে হবে। বই পড়ার প্রতি আমাদের নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুসলিম ইনস্টিটিউটে ছয় দিনব্যাপী প্রথমা প্রকাশন আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেয়র টিটু আরও বলেন, সন্তানদের বই পড়তে না দেওয়া অভিভাবকদের দায়িত্বহীনতা। অভিভাবকদের এ ধরনের মানসিকতা বদলাতে হবে। ময়মনসিংহ পৌরসভা থাকাকালে পাঁচবার বইমেলার আয়োজন করা হয়। সিটি করপোরেশন হওয়ার পর করোনার কারণে বইমেলার আয়োজন হয়নি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও সাহিত্য সংগঠন ইয়াদজাদী কোরায়শী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু তাহের, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আফজালুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি আনোয়ারা সুলতানা, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এবং ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথমার ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এ সময় বক্তরা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী। প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও জ্ঞান অর্জন করা যায়। তবে ছাপা কাগজের বইয়ের জ্ঞান অর্জন করা আরও বেশি প্রয়োজন।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ কবি, লেখক এবং তরুণরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বইমেলা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। এতে প্রথমার বই ছাড়াও অন্যান্য প্রকাশনীর বই পাওয়া যাবে। প্রথমার বইয়ে ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড়া দেওয়া হবে।
উবায়দুল হক/আরএআর