পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার ইউপি সদস্য ও তার সহযোগী
জয়পুরহাটের পাঁচবিবিতে এক পোশাক শ্রমিককে (৩৫) ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ধরঞ্জী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ধরঞ্জী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মির্জাপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শাহাবুল ইসলাম এবং তার সহযোগী জয়পুরহাট সদর উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামের জবায়দুর রহমানের ছেলে দুদু মিয়া।
বিজ্ঞাপন
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা ওই নারী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ওই সময় পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের জাহিদ হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। জাহিদ তাকে বিয়ে করবে বলে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন। তখন ওই নারী কোনো উপায় না পেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহাবুলের সঙ্গে যোগাযোগ করেন।
শাহাবুল তাকে টাকা উদ্ধার করে দেবেন বলে আশ্বাস দেন। ২৫ জানুয়ারি রাতে ওই নারীকে বোনের বাড়িতে রাখার কথা বলে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে দুদু মিয়ার শ্বশুড়বাড়িতে রাখেন। সেখানে শাহাবুল ও দুদু মিয়া ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে রাতভর ধর্ষণ করে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই পোশাক শ্রমিক নিরুপায় হয়ে ২৬ জানুয়ারি পাঁচবিবি থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, অভিযোগের পর ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাতে ইউপি সদস্য শাহাবুল ও দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/আরএআর