পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে চুরি যাওয়া শটগান ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ঈশ্বরদী শহরের বাবুপাড়াস্থ একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের মৃত রফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস (৪৫)।

থানা সুত্রে জানা গেছে, গত বুধবার রাতে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের বাড়ির গ্রিল কেটে চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, লাইসেন্সকৃত শটগান ও ৩১ রাউন্ড গুলি চুরি করে। পরে ভুক্তভোগী চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ করেন। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মো. ফিরোজ কবিরের নেতৃত্বে অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাদিউল ইসলাম, এসআই সৌরভ কুমার চন্দ্র ও নুরুন্নবী, এএসআই আবু হাসানসহ অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। সেই টিমে গত ২৪ ঘণ্টায় বিরতিহীন অভিযান চালিয়ে স্বপন বিশ্বাসকে আটক করে। তার দেওয়া তথ্যে উদ্ধার হয় চুরি যাওয়া শটগান ও গুলি। 

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মো. ফিরোজ কবির ঢাকা পোস্টকে বলেন, শটগান ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার স্বপন বিশ্বাসের সহযোগী ও অন্যান্য আসামিদের গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঢাকা পোস্টকে বলেন, গতকাল (বুধবার) রাতে থানায় মামলা হওয়ার পর তাকে আটক করা হয়। তার থেকে তথ্য নিয়ে শটগান ও গুলি উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুুতি চলছে। এর সাথে জড়িত আটকের চেষ্টা চলছে।

রাকিব হাসনাত/আরআই