বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বরিশাল জেলা আ.লীগ
দলীয় মেয়র প্রার্থীর বিরোধীতা করে নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১৩ নেতাকর্মীকে দলে ফিরিয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। বহিষ্কারের ৯ মাস পরে ওই নেতাকর্মীদের দলে ফেরানোর সিদ্ধান্ত হলো।
বিজ্ঞাপন
এর আগে মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিক উজ্জামান রুবেলের বিরোধীতা করে প্রার্থিতা বহাল রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান।
দিদারুল আহসান খানের সঙ্গে একাত্মতা জানিয়ে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সক্রিয়ভাবে নির্বাচন করেন মুলাদী উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান টিপু, মো. মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, মো. দেলোয়ার হোসেন হাওলাদার, এম.এ আজিজ, মো. আনোয়ার হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, সিরাজুল ইসলাম মুন্সী ও মজিবর রহমান শরীফ।
বিজ্ঞাপন
৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় উল্লেখিতদের বহিষ্কার করা হয়েছে।
তবে ১৪ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শফিক উজ্জামান রুবেল ৭ হাজার ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী এবং দল থেকে বহিষ্কৃত প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে দিদারুল আহসান খান ভোট পান ২ হাজার ৬৫টি।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস