আইন অমান্য করে ইট পোড়ানো, গুনতে হলো জরিমানা
নোয়াখালী সদরে আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে রুপালি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুরের তাজ মহাতাবপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। তিনি ঢাকা পোস্টকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইট যেন পোড়াতে না পারে সেজন্য চিমনি অকেজো করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।
বিজ্ঞাপন
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তানজির তারেক ইবনে সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, পরিবেশ আইন অমান্য করে ইট তৈরির দায়ে জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এসপি