নোয়াখালী সদরে আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে রুপালি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুরের তাজ মহাতাবপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। তিনি ঢাকা পোস্টকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইট যেন পোড়াতে না পারে সেজন্য চিমনি অকেজো করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তানজির তারেক ইবনে সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, পরিবেশ আইন অমান্য করে ইট তৈরির দায়ে জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

হাসিব আল আমিন/এসপি