ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামে রাজহাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ মোল্লা (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মফিজ মোল্লা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটিমা ইউনিয়নের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে।

 মারপিট ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে যশোরে রেফার করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। হাঁস মারাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মামুন/এসপি