সিলেটে পিকআপ চালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ট্রাফিক সার্জন কর্তৃক মৌলভীবাজারে পিকআপ চালককে মারধর করার অভিযোগে ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পশ্চিমবাজার আড়ৎ এলাকায় ট্রাক ও পিকআপ পরিবহন শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেয়।

অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের দুই কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। পরে শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

পরিবহন শ্রমিকরা অভিযোগ করে জানায়, ট্রাফিক সার্জন পিকআপ ভ্যানচালক মবু মিয়াকে মারধর এবং গালিগালাজ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকরা

পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম জানান, ‘মৌলভীবাজার আড়তের সামনে টমটম গাড়িতে মাল উঠানামা করা হয়। তখন মাল লোড করার সময় অনেক যানজট সৃষ্টি হয়। পিকআপ ড্রাইভার মহিব উল্লাহ আড়তের পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন ট্রাফিক সার্জন মোহাম্মদ উল্লাহ ড্রাইভারকে অবৈধ পার্কিংয়ে গাড়ি রেখেছে বলে মারধর ও গালাগলি করেন। তখন কিছু শ্রমিক গাড়ি দিয়ে সড়ক বন্ধ করে দেয়। পরবর্তীতে ট্রাক ও পিকআপ ড্রাইভার সবাই জড়ো হন।’

মৌলভীবাজার জেলা ট্রাক-ট্যাংকলরি-কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান বলেন, ‘যেহেতু আমাদের পুলিশ সুপার এখানে এসেছেন, উচিত বিচার পাব এই পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। 

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘রাস্তার কোনো লেনে আপনারা অবৈধ পার্কিং করে রাখেন সেটা সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের অংশ হিসেবে পুলিশ যদি আপনাদের অনুরোধ করে, আপনারা না শুনেন তাহলে পুলিশ শক্তি প্রয়োগ করতে পারে। আমাদেরকে আমাদের কাজ করতে দিতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ যদি অবৈধভাবে শক্তি প্রয়োগ করে আমারা ব্যবস্থা গ্রহণ করব।’

ওমর ফারুক নাঈম/এমএসআর