নিহত রিমন ইসলাম জনি

চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ১৮ দিন পর রিমন ইসলাম জনি (১৭) নামে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক ইসমাইল মিয়াজী বাড়ি ও ইব্রাহিম মিয়াজী বাড়ির মাঝখানের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রিমন ইসলাম জনি দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা সংবাদদাতা জসিম উদ্দিনের ছেলে। সে সূচীপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই গ্রামের ইসমাইল মিয়াজী বাড়ির ডোবায় শ্রমিকরা কাজ করতে গেলে সেখানে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের প্যান্টের পকেটে থাকা ম্যানিব্যাগে তার মায়ের ছবি দেখে মরদেহটি রিমনের বলে শনাক্ত করা হয়। 

নিহত রিমনের বাবা সাংবাদিক জসিম উদ্দিন বলেন, গত ২ নভেম্বর রিমন নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে রিমনের সন্ধান না পেয়ে গত ১৮ নভেম্বর শাহরাস্তি থানায় সাধারণ ডায়েরি করি। পরনে থাকা জিন্সের প্যান্ট দেখে ছেলের মরদেহ শনাক্ত করেছি। 

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, বাড়ির পাশের ডোবা থেকে রিমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্ট ও মানিব্যাগ দেখে তার বাবা ও পরিবারের লোকজন মরদেহটি রিমনের বলে নিশ্চিত করেছে। মরদেহ অর্ধগলিত হওয়ায় মৃত্যুর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম/আরএআর