পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎষ্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে। 

চাকামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই খেতে ঘাস কাটতে গিয়ে তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে। 

কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, খেতে বিদ্যুৎ সংযোগ কীভাবে দেয়া হয়েছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাজী সাঈদ/এমএএস