দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। পদ্মায় নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২১ নভেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় এসে দীর্ঘ সিরিয়ালে আটকা পড়ে।

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।

সিরিয়ালে আটকে থাকা একাধিক যানবাহনের চালক ও যাত্রীরা জানান, পদ্মায় পানি কমে যাওয়ায় নাব্য-সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিক সময় থেকে বেশি সময় লাগছে। এতে দৌলতদিয়া ঘাটে আসা যানবাহনগুলোকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ড্রেজিংয়ের কাজ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

মীর সামসুজ্জামান/এনএ