আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী নৌকার পক্ষে গত দুইদিন ধরে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় তিনি আওয়ামী লীগের প্রার্থী মুখলেসুর রহমানের জন্য নৌকায় ভোট প্রার্থনা করেন। 

রোববার (২১ নভেম্বর) সকালে এমপি জেসি নৌকার প্রচারণায় অংশ নেন। সেই প্রচারণার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় এমপি জেসী বলছেন, সরকার যেখানে উন্নয়ন সেখানে, নৌকায় ভোট দিলে উন্নয়ন বুঝে পাবেন। তাই আপনারা নৌকায় ভোট দিবেন। 

এদিকে সংসদ সদস্য প্রচারণায় অংশ নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী সামিউল হক লিটন। ঢাকা পোস্টকে তিনি বলেন, এটা নির্বাচনী আচরণ বিধির লংঙ্ঘন। তিনি ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন না। তাকে সম্মান জানিয়ে নির্বাচন অফিসে কোনো লিখিত অভিযোগ করেননি বলেও জানান তিনি। 

নৌকার প্রচারণায় অংশ নেওয়ার কথা অস্বীকার করে মুঠোফোনে ঢাকা পোস্টকে সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী বলেন, আমার বাড়ির পেছনে বাল্যকালের অনেক বান্ধবীদের বসবাস। তাদেরকে সাহায্য করতে বাসায় গেছিলাম। সরকার দলীয় লোক হিসেবেই তাদের কাছে ভোট চেয়েছি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ঢাকা পোস্টকে জানান, সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জাহাঙ্গীর আলম/আরআই