সিলেটে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ৬ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। 

সোমবার (২২ নভেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার ৫ জন ও জৈন্তাপুর উপজেলার একজন রয়েছেন।

বহিষ্কৃতরা হলেন :  দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সাইস্তা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা শামিনুল হক শেবুল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম আলম ও জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন ওই ছয়জন। এরই পরিপ্রেক্ষিতে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হলো।

মাসুদ আহমদ রনি/এসকেডি