শেরপুরে আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) নকলা উপ‌জেলার চন্দ্রকোনা ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ সময় চন্দ্রকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ১৫ জন আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী সাজু সাইদ ছিদ্দিকী (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী কামারুজ্জামান গেন্দুর (আনারস প্রতীক) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় উভয়প‌ক্ষের অন্তত ১৫ জন আহ‌ত হন। পরে খবর পেলে নকলা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নকলা উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি এখন শান্ত র‌য়ে‌ছে। ঘটনাস্থল থে‌কে তিনজন‌কে আটক করা হয়। এছাড়া ওই এলাকায় পু‌লিশি টহল বাড়ানো হয়েছে।

জাহিদুল খান সৌরভ/এমএসআর