রোগী সেজে উঠতেন অটোরিকশায়। এরপর যেতেন হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেমে চালককে ধোঁকা দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিতেন। এমনই কৌশলী দুই চোরকে আটক করেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ও জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শমসের আলীর ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং পুঠিয়া থানার রঘুরামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে জুলমত আলী (৫০)।

তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গত ২২ নভেম্বর বেলা আড়াইটার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় তারা। এ নিয়ে ওই দিনই নগরীর রাজপাড়া থানায় মামলা করেন চালক নিসার আলী (১৬)।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, চালক নিসার আলী রামেক হাসপাতালের জরুরি বিভাগে অটোরিকশা রেখে হাসপাতালের ভিতরে যান। দশ মিনিট পর এসে তিনি আর অটোরিকশা পাননি। আশেপাশে খোঁজ করে না পেয়ে চুরি হয়েছে মর্মে মামলা দায়ের করেন। এরপর সেটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর দিবাগত রাত দেড় টার দিকে রামেক হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় আসামি নাসির উদ্দিনকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে পুঠিয়া থানার রঘুরামপুরে অভিযান চালায়। ওই রাতেই গ্রেফতার হন আরেক আসামি জুলমত আলী। তার বাড়িতেই পাওয়া যায় চুরি হওয়া অটোরিকশাটি।

গ্রেফতাররা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিভিন্ন সময় অসুস্থতার ভান করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া নেন তারা। হাসপাতালের সামনে নেমে বিভিন্ন অজুহাতে চালককে ব্যস্ত রেখে কৌশলে অটোরিকশা চুরি করে নিয়ে যান। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

ফেরদৌস সিদ্দিকী/আরআই