স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা : বিএনপির ৪৮ নেতাকর্মী কারাগারে
স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হোসেন হত্যা মামলায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রত্না সাহার আদালতে এ ৪৮ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
কারাগারে পাঠানো আসামিরা হলেন : নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হারুন-অর রশিদ হারেজ ফকির, প্রচার সম্পাদক ওমর আলী, নগরকান্দা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, নগরকান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা রাজু হোসেন, জাহিদ মিয়া , জিন্দার আলী, রিপন হোসেন, সবুজ মোল্লা, খালিদ হোসেন, কৃষক দল নেতা কলমসহ নগরকান্দা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৮ নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী হাফিজুর রহমান বলেন, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হোসেন হত্যা মামলার আসামি হিসেবে নগরকান্দার বিএনপির ৪৮ নেতাকর্মী বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
জহির হোসেন/এসকেডি