লক্ষ্মীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার পক্ষে কেন্দ্রীয় যুবলীগের টিম প্রচার-প্রচারণায় কাজ করবে। বুধবার (২৪ নভেম্বর) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা হলেন প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যান ও কার্যানির্বাহী সদস্য শওকত হায়াতসহ ৮ জন। তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের টিম আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করবে।

জানা গেছে, রাতেই যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন, শামছুল ইসলাম পাটওয়ারী ও জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপুল, উত্তর তেমুহনী ও বাঞ্চানগর এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তারা আওয়ামী লীগ প্রার্থীর লিফলেট বিতরণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করার আহ্বান জানান।  

জানতে চাইলে যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী বলেন, নৌকার প্রার্থীকে জয়ী করতে আমরা মাঠে নেমেছি। জনগণও ব্যাপক সাড়া দিচ্ছে।

হাসান মাহমুদ শাকিল/এমএসআর