ভাসানচরে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে রোহিঙ্গা আটক
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পালিয়ে আসা রোহিঙ্গা যুবকের নাম নূর আলম (৩০)। তিনি কুতুপালং ক্যাম্পের বদিউল আলমের ছেলে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সঙ্গে দেখা করতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। যাত্রা পথে ভুলে তিনি সেনবাগের কানকির হাটে চলে আসেন। এ সময় স্থানীয়রা তাকে দেখে সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও বলেন, সেনবাগ থানা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে সুধারাম মডেল থানায় প্রেরণ করা হয়। পরবর্তীতে সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমএসআর