নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে ৮ নং বীজবাগের সরকারি প্রাথমিক বিদ্যায়ের পাশে ক্লাবঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সেনবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, একটি টেঁটা-বল্লম, ছয়টি ছোরা, চারটি রাম-দা, দুটি চাপাতি, দুটি ক্রিকেট স্ট্যাম্প, তিনটি স্টিল ও দুটি প্লাস্টিকের পাইপ এবং একটি হকি স্টিক রয়েছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির লক্ষ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা এসব অস্ত্র রাখতে পারে। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ক্লাবের উত্তর পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৪টি বস্তা উদ্ধার করা হয়। 

হাসিব আল আমিন/আরআই