মাদারীপুর সদর রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরের নির্বাচনী প্রচারণায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৬টার দিকে রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, রাস্তি ইউনিয়নের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির তার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি তার সমর্থকদের নিয়ে লক্ষ্মীগঞ্জ এলাকায় আসলে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রচারণায় হামলা চালায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহতরা হলেন গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (২৩), নজরুল খানের ছেলে জুয়েল খান (১৮), মোশাররফ হোসেনের ছেলে রিফাত শেখ (২২), বাদল বেপারীর ছেলে সাদ বেপারী (২০)। আহতরা সবাই রাস্তি ইউনিয়নের বাসিন্দা।

চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির ঢাকা পোস্টকে বলেন, আমাদের ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি রানিং চেয়ারম্যান। এবারও আমার জনপ্রিয়তা রয়েছে। পরাজয় নিশ্চিত জনে আমার কর্মীদের ভয় দেখাতেই তারা হামলা চালিয়েছেন। আমি এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। আগামী ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

নাজমুল মোড়ল/এমএসআর