নোয়াখালীর সেনবাগের ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র নজরদারিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু করা করেছে জেলা পুলিশ বিভাগ। শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতিশীলতা আরও বাড়ানোর লক্ষ্যে চালু হলো এই বডি ওর্ন ক্যামেরা। ‘বডি ওর্ন’ ক্যামেরার ব্যবহার  নোয়াখালী জেলায় এটাই প্রথম। নিজের কাজের জবাবদিহিতা ও ডিউটিকালীন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ।

শহীদুল ইসলাম আরও বলেন, এই ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। ফোর জি ওয়াইফাইয়ের মাধ্যমে এই ক্যামেরা ডিভাইসের অডিও এবং ভিডিও পাওয়া যাবে।

সঙ্গে থাকবে স্থির চিত্রও। বিল্ট ইন জিপিএসের মাধ্যমে যেমনি ক্যামেরা ব্যবহারকারী পুলিশ সদস্যের অবস্থান সহজে শনাক্ত করা যাবে তেমনি এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য কেন্দ্রীয় সার্ভারে চলে যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আজ সকাল ৮টায় সেনবাগ পৌরসভার ৯টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। এরমধ্যে সেনবাগ পৌরসভার ৯টি ও ছাতারপাইয়া ইউনিয়নের ৯টিসহ মোট ১৮ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে।

হাসিব আল আমিন/এমএসআর