টাঙ্গাই‌লের ঘাটাইল পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ই‌ভিএ‌ম) নির্বাচন হচ্ছে। এ পৌর নির্বাচনে কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। রোববার (২৮ ন‌ভেম্বর) ভোট শুরু হওয়ার আ‌গেই নারী‌রা লাই‌নে দাঁড়ি‌য়ে গেছেন। পরে তারা তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌ছেন। 

এদিকে একই দিন সকাল ৮টা থেকে জেলার কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলার ইউপিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জানা যায়, ঘাটাইল পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চার নির্বাচনী এলাকায় ২৪৬ ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৭ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তার দায়িত্বে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘাটাইলের মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ কামাল পাশা বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আশা করছি শান্তিপূর্ণভাবে শেষ করতে পারব।

অভিজিৎ ঘোষ/এসপি